সংবাদাতা, পূর্ব বর্ধমান:- অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের শক্তিগড়ে।মঙ্গলবার শক্তিগড়েট গোপালপুর মৌজার কাঁঠাল বাগান এলাকায় পচাগলাদেহ পরে থাকতে দেখে শক্তিগড় থানায় খবর দেয় স্থানীয়রা।
শক্তিগড় থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্থানীয় সূত্রে জানাযায় কাঁঠাল বাগান এলাকার ঝোপে দেহটি পরে ছিল।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মৃত মহিলার বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে।মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে।ব্যাগের ভিতরে জামাকাপড় মিলেছে। জামাকাপড়ই তদন্তে সাহায্য করতে পারে বলে পুলিশের অনুমান । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।