সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- আবার বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এবারে বিক্ষোভ উঠে এল সামনের বি সি রোডে। যদিও ছাত্রদের দাবি,এটা প্রতীকি ব্যাপার। তারা রাস্তা অবরোধ করতে যাননি।
সোমবার বেলা বাড়তেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সামনে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার্থীদের জমায়েত হয়। তাদের দাবি, বিক্ষোভের মুখে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার্থীদের জন্য এমন কোনো ব্যবস্থা করা হয়নি।
তাদেরও পড়াশুনোয় ব্যাঘাত ঘটেছে দীর্ঘদিন। এদিন গেটের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীদের কিছু অংশ। তারা রাস্তায় নেমে আসেন। ছাত্রদের পক্ষে শুভজিৎ পুরকায়েত জানান,এটা প্রতীকি ব্যাপার ছিল। আমরা রাস্তা আটাকাইনি। মাত্র কয়েক মিনিট রাস্তা আটকেছে। তাদের দাবি, উপাচার্য তাদের সাথে কথা বলুন। অনলাইনেই তাদেরও পরীক্ষা হোক।