সংবাদদাতা,পাণ্ডবেশ্বর;-খনি অঞ্চল পাণ্ডবেশ্বর, অন্ডাল এলাকায় বহু বছর ধরে নিরাপত্তা রক্ষার দায়িত্বে কাজ করে আসছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা। কিন্তু বেশ কিছুদিন যাবৎ ইসিএল কর্তৃপক্ষ বেসরকারি নিরাপত্তারক্ষীদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থেকে সরিয়ে দিয়ে নিজস্ব নিরাপত্তা রক্ষী দিয়ে কাজ করাতে চাইছেন। এই অবস্থায় কাজ হারাতে বসেছেন প্রায় হাজারখানেক বেসরকারি নিরাপত্তাকর্মী যারা ইসিএলের বিভিন্ন এরিয়ায় নিরাপত্তার দায়িত্বে কাজ করতেন। এর মধ্যে রয়েছে ইসিএলের বাঙ্কলাএরিয়া,ঝাঁজরা এরিয়া, কেন্দা এরিয়া, পাণ্ডবেশ্বর এরিয়া প্রভৃতি।
হঠাৎ করে ইসিএলের এই নির্দেশ জারি হওয়ায় সমস্যায় পড়েছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা ও তাদের পরিবার।বিক্ষোভরত বেসরকারি নিরাপত্তাকর্মী প্রকাশ্ যশ বলেন, তারা দীর্ঘদিন ধরে ইসিএলের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। তারা জানান ইসিএলের কেন্দা এরিয়ায় 200 র বেশি বেসরকারি নিরাপত্তা কর্মী রয়েছেন ।তার মধ্যে 197 জন লিখিতভাবে কাজ করেন ।তাদের বক্তব্য 197 জন এর কাজ তারা দু'শোর বেশি লোকে ভাগ করে নিতেন ।হঠাৎ করে তাদের মোট 97 জনকে রাখার কথা বলা হয়েছে, বাকিদের বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে ।
এই অবস্থায় 97 জন এর কাজ কিভাবে 200 জনের অধিক লোক ভাগ করে নেবেন ?কিভাবে এই দ্রব্যমূল্যের বাজারে সংসার চলবে তাদের ?এই নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। যদিও শাসক দলের পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তারক্ষীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। কাজে পুনর্বহালের দাবিতে সোমবার সকাল থেকেই ইসিএলের বাঙ্কলা ও কেঁদা এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখান বেসরকারি নিরাপত্তাকর্মীরা।