সংবাদদাতা, অন্ডাল:-রবিবার সন্ধ্যা থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চল ও অন্ডাল পাণ্ডবেশ্বর কয়লার জুড়ে প্রবল কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হয়। রাত্রি পৌনে সাতটা নাগাদ ঘটে দুর্ঘটনা এমনই জানায় বিমানের এক যাত্রী। দূর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানায় বিমান অবতরণের সময় হওয়ার কারণে এদিক-ওদিক নড়তে থাকে । বেশ কিছু যাত্রী ছিটকে পড়ে যায় সিট থেকে,অবশেষে পাইলটের দক্ষতায় বিমানটি কোনক্রমে অবতরণ করে।
অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে মুম্বাই থেকে আগত বিমানের খারাপ আবহাওয়ার কারণে বিমানের ল্যান্ডিং ভালো না হওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। 180 জন যাত্রী নিয়ে বিমানটি মুম্বাই থেকে দুর্গাপুর অন্ডাল কাজী নজরুল বিমানবন্দরে অবতরণ করেছিল। ঘটনায় হতচকিত বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিমানের পাইলটের দক্ষতায় বেঁচে যায় বিমানে 180 জন যাত্রী তবে তাদের মধ্যে বেশ কিছু যাত্রী আহত হন। আহত যাত্রীদের তড়িঘড়ি অন্ডালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে এ ধরনের বিমান দুর্ঘটনা প্রথম তাই স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।