নীলেশ দাস, আসানসোল:- কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি বাম সংগঠনের। মঙ্গলবার এই কর্মসূচি করা হয়েছে। মূলত দাবি, সীমাহীন মূল্যবৃদ্ধি,রাজ্য সরকার ও শাসকদলের ভয়ঙ্কর দুর্নীতির,রাজ্য ব্যাপী লাগাতার নারী নির্যাতন,রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করা হয় বাম সংগঠনের ডাকে।
মঙ্গলবার আসানসোলের বিএনআর মোড়ে এই বিক্ষোভ করা হয়েছে। এদিন আসানসোল বি এন আর হাট সংলগ্ন থেকে মিছিল করে পথ অবরোধ করে বাম সংগঠনের কর্মীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেয় (সিপিএম) এর পার্থ মুখার্জি। প্রায় ১০ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। তবে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
জেলাজুড়ে রাস্তা অবরোধ সহ প্রচার কর্মসূচি নিয়েছিলাম। রাজ্যজুড়ে নারী নির্যাতন,পেট্রোল ডিজেল,কেরোসিন দাম বৃদ্ধি। এমন কি আমাদের জেলায় এক ফুচকাওয়ালা কে রাস্তায় খুন করা হয়েছে। এই নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে রাজ্য চলতে পারে না। তাই সমস্ত গণ সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি বুদ্ধিজীবী ও সাধারণ মানুষরা নেমেছে রাস্তায় নেমেছে পাশাপাশি রেল স্কুল বন্ধ করার প্রতিবাদে।