সংবাদাতা, পূর্ব বর্ধমান:- গতকাল শাসকদলের সিন্ডিকেটের দাদাগিরি অভিযোগ তুলে সরব হয়েছিলেন পলাশডিহার বাসিন্দা চন্দ্রনাথ সামন্ত ও তার স্ত্রী। তারা দুর্গাপুরের পলাশডিহাতে প্রায় সাড়ে চার কাঠা জমির ওপর একটি স্কুল তৈরির পরিকল্পনা করেছিলেন।
অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএর কাছে জমি লিজ নেওয়ার পরও সেই জমিতে কাজ শুরু করতে পারছেন না ঐ দম্পতি। আর কারণটা হল তৃণমূল সিন্ডিকেট বাহিনীর দাদাগিরি, নির্দিষ্ট অংকের টাকা দিতে হবে নচেৎ কোনোভাবেই স্কুল তৈরির কাজ শুরু করতে দেওয়া যাবে না এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলার মানস রায়ের অনুগামীদের বিরুদ্ধে।
বিষয়টি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, মেল করে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আজ কাউন্সিলর মানষ রায়ে তাদের সমস্যা সমাধানের কথা জানান। কাউন্সিলরকে পাশে পেয়ে খুশি অভিযোগকারী। কাউন্সিলর মানষ রায় জানান তার বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির তরফে চন্দ্রশেখর ব্যানার্জি বলেন 'এঁরা তৃণমূলের কাউন্সিলারের ছায়াসঙ্গী কাউন্সিলরের নেতৃত্বে তোলা চাওয়া হচ্ছে।'