শুভময় পাত্র, বীরভূম:- শাশুড়ি কে খুন করার অভিযোগ উঠলো জামাই এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত মড্ডা গ্রামে।
স্থানীয় সুত্রের খবর, বেশকিছু বছর আগে বীরভূমের ময়ূরেশ্বরে বাড়ি কাসেম শেখের সঙ্গে নানুর থানার মড্ডা গ্রামের মোফিজা বিবির মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘরজামাই থাকতেন কাশেম। গত তিন মাস আগে নানা ধরনের অশান্তির কারণে মোফিজা বিবির মেয়ের সঙ্গে কাশেমের ছাড়াছাড়ি হয়। এদিন কোন এক কারণে কাশেম নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রী কে খুন করতে যায় ধারালো অস্ত্র নিয়ে।
স্ত্রী ছুটে পালিয়ে গেলে, সামনে চলে আসে শাশুড়ী মোফিজা বিবি। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলার নলি কেটে শাশুড়িকে খুন করার অভিযোগ ওঠে জামাই কাসেমের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই নানুর থানার পুলিশ। নিহত মোফিজা বিবির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে নানুর থানার পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনার পরে জামাই কাসেম শেখ আত্মগোপন করেছে বলে জানা যায়। অভিযুক্ত কাশেম শেখ কে খুঁজছে নানুর থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়।