Type Here to Get Search Results !

পানীয় জলের সংকট মোকাবেলায় উদ্যোগী হল অন্ডাল ব্লক প্রশাসন



সংবাদদাতা, অন্ডাল : গ্রীষ্মকালে গ্রামীণ এলাকায় পানীয় জলের সংকট মোকাবেলায় উদ্যোগী হল অন্ডাল ব্লক প্রশাসন । আগামী এক মাস পঞ্চায়েত এলাকাগুলিতে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে ।












গরম পড়তে অন্ডাল ব্লক এর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট । যদিও জনসাস্থ কারিগরি দপ্তর এর পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন এলাকায় জল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি প্রশাসনের । তা সত্বেও যেসব এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে তার মোকাবেলায় উদ্যোগী হলো অন্ডাল ব্লক প্রশাসন । 














বুধবার বিডিও অফিসে জল-সরবরাহ কর্মসূচি-র সূচনা হয় । উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্ডাল সুদীপ্ত বিশ্বাস সহ অন্যরা । সহ-সভাপতি কৌশিক মন্ডল জানান অন্ডাল ব্লক এ মোট আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে । যেসব এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে সেই সব জায়গায় ট্যাঙ্কারের মাধ্যমে জল পৌঁছানো হবে প্রতিদিন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad