সংবাদাতা, পূর্ব বর্ধমান:- শূণ্যে গুলি চালিয়ে গ্রেফতার হল এক ব্যক্তি।পূর্ব বর্ধমানের মেমারির বাণেশ্বরপুর এলাকার ঘটনা। ধৃতের নাম অমরেশ কোলে। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে। লাইসেন্স বাতিলের জন্য জেলাশাসকের কাছে আর্জি জানিয়েছে পুলিশ।
ধৃত অমরেশ কোলে জানান, পঞ্চায়েতের কলে জল নেওয়াকে কেন্দ্র করে এলাকার দুই বাসিন্দা রঞ্জিত কোলে এবং স্বপন কোলের সাথে তার বিবাদ হয়।ওই দুই জন অমরেশ কোলের বাড়িতে তাকে মারতে যায়। সেই সময় ভয় দেখানোর জন্য তিনি নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে শুণ্যে গুলি চালায়।