তনুশ্রী চৌধুরী, পানাগড়:- বুধবার পানাগর বাজারে ভরদুপুরে ব্যস্ততম রাস্তার ধার থেকে এক ব্যক্তির মোটরসাইকেলের ডিকি খুলে প্রায় ৭৪ হাজার টাকা চুরির অভিযোগ উঠল।
পেশায় শিক্ষক প্রশান্ত পাল জানিয়েছেন তিনি পানাগর বাজার এর এস বি আই শাখা থেকে ৭৫ হাজার টাকা তুলেছিলেন।সেই টাকা থেকে প্রায় এক হাজার টাকা বার করে বাকি টাকা একটি ব্যাগের মধ্যে করে মোটরসাইকেলের ডিকির ভেতরে ঢুকিয়ে। পাশেই একটি ওষুধ দোকান থেকে মায়ের জন্য ওষুধ কিনতে ঢোকেন। ওষুধ কিনে পিছনে ফিরে দেখেন মোটরসাইকেলের ডিকি খোলা অবস্থায় রয়েছে।
মাত্র তিন মিনিটের ব্যবধানে ঘটনা টি ঘটেছে বলে তার দাবি। ঘটনার পর তিনি কাঁকসা থানায় খবর দিলে কাঁকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ পানাগর বাজারের আশেপাশের সমস্ত দোকানের সিসিটিভি খতিয়ে দেখে চুরির ঘটনার কিনারায় তদন্তে নামে।পানাগর বাজারের জনবহুল এলাকায় চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।