নীলেস দাস, আসানসোল:- পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে গুলি চলার ঘটনায় মৃত এক যুবক ৷ বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের নাজির পাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে ভাইকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আসানসোল পুরনিগমের ১২ নং ওয়ার্ড তথা শ্রীপুরের নাজির পাড়ায় পারিবারিক স্বামী স্ত্রীর ঝাগড়া থামাতে গিয়ে দাদার সঙ্গে ভাইয়ের বিবাদ তৈরি হয় ৷ সেই বিবাদের জেরে নিজের ছোটো ভাই কে গুলি করে খুন করার অভিযোগ ওঠে সেজো ভাইয়ের বিরুদ্ধে ।
গুলিবিদ্ধ মহঃ সত্ত্বার আনসারি (২৫) ওরফে বাব্বান নামের ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷ সত্ত্বার আনসারির মৃত্যু নিশ্চিত হওয়ার পর দেহ ময়নাতদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় ৷