সংবাদাতা, পূর্ব বর্ধমান:- শিক্ষা প্রতিমন্ত্রীর পরেশ অধিকারীর ছবি দিয়ে 'সন্ধান চাই' পোস্টার এসএফআইয়ের।বুধবার সামাজিক মাধ্যমে পূর্ব বর্ধমান জেলা এসএফআইয়ের পেজে প্রচার করা হয় শিক্ষা প্রতিমন্ত্রীর অনুসন্ধান চাই ।পোস্টারে শিক্ষা প্রতিমন্ত্রীর নাম ও বাড়ির ঠিকানা দিয়ে সন্ধান চাই লেখা আছে।পাশাপাশি মন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে 'চোর পাকড়াও অভিযান।'এসএফআইয়ের সন্ধান চাই এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এসএফআইয়ের জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন,গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই টর্চ নিয়ে মন্ত্রী পরেশ অধিকারী খোঁজা হয়।বৃহস্পতিবার সকাল থেকে বর্ধমান স্টেশন চত্বর থেকে জেলার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে এসএসসির দুর্নীতিতে জড়িয়ে থাকা নিখোঁজ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর খোঁজ শুরু হবে।পুলিশ তাকে না পারলে এসএফআই কর্মীরা তাকে খুঁজে বের করবে।পাশাপাশি সাধারণ মানুষকে বলা হবে তার সন্ধান পেলে এসএফআইয়ের জেলা দপ্তরে খবর দেওয়ার জন্য।
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এসএফআই নোংরা খেলা খেলতে চাইছে।তাদের পায়ের তলায় মাটি নেই। তাই বাজার গরম করে মাটি ফিরে পেতে চাইছে।সিপিএম তার ছাত্র সংগঠনকে রাস্তায় নামিয়ে পুরনো জমি ফিরে পেতে চাইছে। কিন্তু বাংলার মানুষ নির্বাচনে তার যোগ্য জবাব দিয়েছেন।