তনুশ্রী চৌধুরী, পানাগড়:- রুমি ভারত গ্যাসের পক্ষ থেকে মঙ্গলবার বুদবুদের ১৫১ জন মানুষকে বিনামূল্যে গ্যাসের নতুন কানেকশন দেওয়া হয় ।
নতুন গ্যাস কানেকশন দেওয়ার পাশাপাশি এদিন সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে কিভাবে গ্যাস বাঁচিয়ে রান্না করা যায় সাধারণ মানুষের গ্যাস সাশ্রয় হয় ও গ্যাসের বিপদ থেকে পরিবারকে বাঁচানোর সতর্কীকরণ যে সমস্ত নিয়ম সে বিষয়ে এদিন একটি পর্যালোচনা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত গ্যাসের দুর্গাপুর বর্ধমান বীরভূমের এরিয়া ম্যানেজার তমোগ্ন ত্রিপাঠী, গোলসি ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায়, বুদবুদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ভট্টাচার্য্য, রুমি ভারত গ্যাস পক্ষ থেকে রুমি আচারিয়া, বুদবুদ চেম্বার অব কমার্সের সভাপতি রতন সাহা সমাজসেবী ওমপ্রকাশ শুক্লা,হিন্দিভাষী জনকল্যাণ সমিতির বিনোদ শর্মা, চন্দন ভগত, অন্তিম সিং ।
ভারত গ্যাসের দুর্গাপুর বর্ধমান বীরভূমের এরিয়া ম্যানেজার তমোগ্ন ত্রিপাঠী জানান সাধারণ মানুষের গ্যাসের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে তাই সাধারণ মানুষকে যতটা সম্ভব গ্যাস সংরক্ষণ করে রান্না করতে হবে তার জন্য সাধারণ মানুষকে অবশ্যই রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করা দরকার, রান্নার সমস্ত প্রয়োজনীয় জিনিস জোগাড় করে তারপর রান্না করা দরকার। এতে সাধারণ মানুষ অনেকটা গ্যাস বাঁচাতে পারবে।
রুমি ভারত গ্যাস পক্ষ থেকে রুমি আচারিয়া বলেন আগামী দিনে গ্রামের মা-বোনেরা যাতে আর কাঠ কয়লা ছেড়ে গ্যাসে রান্না করে সেই জন্যই এই উদ্যোগ। এদিন ১৫১ জন গরিব মানুষের হাতে গ্যাস সিলিন্ডার তুলে দেওয়া হল।