তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- অন্ডালের সড়ক দুর্ঘটনায় কাঁকসার বাঁশকোপা থেকে দুর্ঘটনাগ্রস্থ ভলভো বাস আটক করলো কাঁকসার ট্রফিক গার্ডের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন দুপুর নাগাদ অন্ডালের ধুপচুরিয়া এলাকায় আসানসোল থেকে কোলকাতা যাওয়ার পথে দু নম্বর জাতীয় সড়কে এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মোটর সাইকেল আরোহীকে ধাক্কা মারার পরেই ঘটনাস্থল ছেড়ে কোলকাতার উদ্যেশ্যে পালায় ভলভো বাসটি। কোলকাতা যাওয়ার সময় কাঁকসার বাঁশ কোপা টোল প্লাজার কাছে বাস টিকে আটক করে পুলিশ।
দুর্ঘটনার পরেই অন্ডাল থানার পুলিশ কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকে খবর দিলে পুলিশ ওই যাত্রীবাহী ভলভো বাসটি কে আটকে অন্ডাল থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যের উদ্যেশ্যে তাদের পাঠানো হয়।