সংবাদতা, পূর্ব বর্ধমান:- বৃষ্টি উপেক্ষা করেই পবিত্র ঈদের আনন্দে মাতলেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দারা।এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়।তার ফলে আউশগ্রামে ঈদের নামাজের সময় বেশকিছুটা পিছিয়ে যায়।আউশগ্রামের কয়রাপুর গ্রামে দেখা যায় নামাজ পড়তে আসা মানুষের ভিড়।
কয়রাপুর ইদগাহে মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রথা মেনে একসাথে নামাজে অংশ নেন। কিন্তু সকাল সাড়ে সাতটায় নামাজের সময় নির্ধারিত থাকলেও প্রবল বৃষ্টিপাত তাতে বিঘ্ন ঘটায়। বৃষ্টি থামলে প্রায় ঘন্টাখানেক পর নামাজ সম্পূর্ণ হয়।
এদিকে এই আনন্দোৎসবে জনসংযোগ বাড়াতে গ্রামে গ্রামে ঘুরে শুভেচ্ছা জানাল পুলিশ।দেখা যায় গুসকরা ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে মসজিদের ইমামদের হাতে তুলে দেওয়া হচ্ছে পুস্পস্তবক, উপহারসামগ্রী। প্রত্যেকের শুভকামনা জানানো হচ্ছে। পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন গ্রামবাসীরা।