সংবাদাতা,পূর্ব বর্ধমান:- খাগড়াগড়ে জাল নোট কারখানার হদিস পাওয়ার পর এবার ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে প্রচার চালাল পুলিশ।
সোমবার বিকালে খাগড়াগড় এলাকায় মাইক নিয়ে প্রচার চালানো হয়। পুলিশের পক্ষ থেকে এলাকায় প্রচারের মাধ্যমে জানানো হয়েছে, বাড়ির মালিকদের ভাড়াটিয়ার সম্পূর্ণ তথ্য থানায় জমা করতে হবে। বর্ধমান থানা এবং বর্ধমান পৌরসভায় ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের তথ্য সম্পর্কিত ফর্ম পাওয়া যাচ্ছে। অবিলম্বে সেই ফর্ম ফিলাপ করে থানা ও পৌরসভায় জমা করতে বলা হচ্ছে এই প্রচারের মাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে যারা যুক্ত ছিলেন তারা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, আবার সম্প্রতি জাল নোট কারখানার হদিসেও সেই ভাড়াটিয়ারাই যুক্ত। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে খাগড়াগড়ের স্থানীয় বাসিন্দারা। তাদের মতে ভাড়াটিয়াদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুলিশের কাছে থাকলে এলাকায় পুলিশের তরফে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাবে।