সংবাদাতা,দুর্গাপুর:- প্রায় ২০ লক্ষ টাকা'র লোহার রড হাইজ্যাক করার ঘটনায় অভিযুক্ত একজন লরি চালক'কে গ্রেপ্তার করে কোকওভেন থানার পুলিস শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ওই লরি চালকের নাম বলজিন্দার সিং। সে পাঞ্জাব জেলার ধরমকোট মোগা এলাকার বাসিন্দা।
পুলিস জানিয়েছে, ২০২১ সালে দুর্গাপরের সগড়ভাঙা এলাকার একটি বেসরকারি কারখানা থেকে ৩৪ মেট্রিক টন লোহার রড ওই অভিযুক্ত লরি করে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়। এর পরেই লরি সহ লোহার রড নিখোঁজ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ কোকওভেন থানার পুলিসে অভিযোগ দায়ের করে।
পুলিস ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত চালক'কে গ্রেপ্তার করতে পারেনি দীর্ঘদিন ধরে। ওই অভিযুক্ত চালক দীর্ঘদিন ধরে দিল্লিতে কৃষক আন্দোলনে থাকায় তাকে পুলিস গ্রেপ্তার করতে পারেনি। চলতি মাসের ২৩ তারিখ পুলিস তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব রওনা দেয়। তাকে গ্রেপ্তার করে এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালতের বিচারক ধৃতকে ৯ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।.