সংবাদাতা,দুর্গাপুর:- দীর্ঘ 11 বছর ধরে দুর্গাপুরের সগরভাঙার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় কোন স্থানীয় লোক না নেওয়ায় শনিবার কারখানার গেটে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন কারখানা কর্তৃপক্ষ কে বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি অপরদিকে আরও অভিযোগ করে বলেন স্থানীয়দের বাদ দিয়ে বাইরের রাজ্য থেকে কর্মী নিয়ে এসে কম পয়সায় কাজ করানো হচ্ছে কারখানায় ৷
প্রতিনিয়ত তাঁরা দুষন ভোগ করে চলেছে, কারখানায় ট্রাক চলাচলের ফলে রাস্তাঘাট খারাপ হয় দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান স্থানীয় বাসিন্দারা, কারখানার গেটে কিছুক্ষণ বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ ও কোকো ওভেন থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় ৷