তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় আহত হলো এক ডাম্পারের চালক। ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কের পানাগর সেনা ছাউনির তিন নম্বর গেটের কাছে।
শনিবার সকালে একটি ডাম্পার দুই নম্বর জাতীয় সড়ক ধরে পানাগর থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে নেমে পড়ে। ডাম্পার টি রাস্তা থেকে নেমে রাস্তার ধারে একটি গাছের ধাক্কা মারলে আহত হয় ডাম্পারের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।
পুলিশ আহত চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় দুটি হাইড্রা ক্রেন ও একটি ক্রেনের সাহায্যে ডাম্পার টিকে উদ্ধার করে বুদবুদ থানায় নিয়ে যায় পুলিশ।