নীলেশ দাস ,আসানসোল:- চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ,ঘটনাটি ঘটে কুলটি থানার নিয়ামতপুরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় রোগী পরিবারের সদস্যরা ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।
শনিবার রাতে কুলটির নিয়ামাতপুর এলাকার চিত্তরঞ্জন রোডের ওপর এক বেসরকারি আগরওয়াল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় রোগী পরিবারের সদস্যরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালানপুর থানার অন্তর্গত কালো ডাবর গ্রামের বাসিন্দা দেব নারায়ণ কুম্ভকার তার স্ত্রী বিশাখা কুম্ভকার কে ওই বেসরকারি হাসপাতালে টিউমারের অস্ত্রোপচারের জন্যে ভর্তি করেন গত শুক্রবারে ৷
কিন্তু শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নার্সিং হোম থেকে খবর দেওয়া হয় যে রোগীর হটাৎ করেই শারীরিক পরিস্থিতি উদ্বেগ জনক ৷ খবর শুনেই বাড়ি ও পাড়া- প্রতিবেশিদের কয়েকজন ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত হন ৷ তারা দেখেন যে , রোগীর পেট কেটে আবার সেলাই করে রেখে দেওয়া হয়েছে ৷ যার ফলে রোগীর শারীরিক অবস্থায় অবনতি হচ্ছে।
এর পরেই পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷ শেষে ওই চিকিৎসা কেন্দ্রের ডাক্তার এবং পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনার মাধ্যমে ভালো চিকিৎসার জন্যে রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হয় ৷