Type Here to Get Search Results !

ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘের আসানসোল শাখার সভা অনুষ্ঠিত হল



নীলেশ দাস,আসানসোল:- রবিবার আসানসোলের এক বেসরকারি হোটেল ভারতীয় রেল মাল গুদাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয় ৷ যেখানে মাল গুদাম শ্রমিকদের স্বার্থে ১৩ দফা দাবিতে আলোচনা হয় ৷ পাশাপাশি এদিন শ্রমিক সংঘের পক্ষ থেকে পঞ্জিকরণের ব্যবস্থাও করা হয় ৷ এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে৷ 





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘের জাতীয় প্রভারী, মনোরঞ্জন কুমার, রাজ্য কমিটির সভাপতি কাশীনাথ গায়েন, রাজ্য কমিটির সচিব সানু কর্মকার সহ আরো অনেকে ৷  মনোরঞ্জন কুমার বলেন, ব্রিটিশ শাসন কাল থেকেই ভারতীয় রেল চলে আসছে। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরিষেবায় পরিণত হয়েছে ভারতীয় রেল ৷ রেল পরিষেবায় ৭০% আয়ের পিছনে মাল গুদাম শ্রমিকদের অবদান অনস্বীকার্য৷ 





অথচ তারাই সব থেকে অবহেলিত, শোষিত ও বঞ্চিত হয়ে রয়েছে ৷ রেলওয়ে মাল গুদাম শ্রমিক ন্যাহ্য দাবি আদায়ের স্বার্থেই ১৯৯৮ সাল থেকে সংগঠন লড়াই শুরু করেছে ৷ ২০২১ এ দেশের শ্রম দফতর ও রেল দফতরের সাথে এক ত্রিপাক্ষীক বৈঠকের আয়োজন হয় ৷ যেখানে মাল গুদাম শ্রমিকদের যথার্থ পারিশ্রমিক সহ ন্যাহ্য দাবিগুলি তুলে ধরা হয় ৷  পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি তুলে ধরা হয় । সেই দাবি আদায়ের স্বার্থেই মাল গুদাম শ্রমিকদের পঞ্জিকরণ শুরু করা হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে মূলত শ্রমিকদের ১৩ দফা দাবি নিয়ে আলোচনা করা হয়েছে ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad