Type Here to Get Search Results !

ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আসানসোলে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি বিজেপির



নীলেশ দাস ,আসানসোল:- ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি বিজেপির। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হীরাপুর থানায়।  বিজেপির পক্ষ থেকে কর্মসূচি করা হয়েছে। বিক্ষোভ শেষে থানার আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷ এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণ বিধান সভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের পূর্বে জানিয়েছিলেন, রাজ্যে বিরোধীদের জন্যে স্পেস থাকবে ৷  




কিন্তু ভোট পরবর্তী প্রতিটি অধ্যায়ে তিনি বিরোধীদের শ্বাসরোধী পরিবেশ গড়ে তুলেছেন ৷ নির্বাচন শেষ হলেও রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে ৷ যার ফলে কিছুদিন আগে কাশীপুরে বিজেপি কর্মী ও সমর্থক অর্জুনকে প্রাণ দিতে হয়েছে ৷ গত শনিবারেও খেজুরিতে এক বিজেপি কর্মীর ২২ বছরের ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ আসলে রাজ্যে গণতন্ত্রকেই হত্যা করছেন মুখ্যমন্ত্রী ৷ রাজ্য সরকারের সমালোচনা বা বিরোধী দলের রাজনীতি করলে বিশেষত বিজেপি করলে তাকে এলাকা ভিত্তিক সামাজিক বয়কট করা হচ্ছে ৷' 





এরই প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় ৷ আসানসোল দক্ষিণ বিধানসভা অঞ্চলে যাতে বিজেপি কর্মীদের ওপর কোনো প্রকার অত্যাচার না হয়, সেই জন্যে থানার আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে ৷ আশা রাখি বিষরটির প্রতি তিনি গুরুত্ব সহকারে নজর দেবেন বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad