তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যজুড়ে ঘটে চলা হিংসার ঘটনার শিকার হন বহু বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে হিংসার ঘটনার প্রতিবাদে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পানাগড় বাজারে প্রতিবাদ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকরা।এদিন মিছিলে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,কাঁকসা দু নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি সহ কাঁকসার বিজেপি কর্মী সমর্থকরা।
এদিন বিজেপি কর্মী সমর্থকরা খুন হওয়া বিজেপি কর্মী সমর্থকদের ছবি নিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে পানাগড় বাজারের চৌ মাথা থেকে প্রতিবাদ মিছিল শুরু করে পানাগড় বাজারের স্টেশন রোড ঘুরে পানাগড়ের গুরুদুয়ারা প্রদক্ষিণ করে পুনরায় পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিছিল শেষে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।