তনুশ্রী চৌধুরী,পানাগড়:- মঙ্গলবার সন্ধ্যায় পানাগর বাজারের চৌমাথা মোড়ে আচমকা নাকা চেকিং শুরু করে কাঁকসা থানার পুলিশ। কি কারনে পুলিশের আচমকা নাকা চেকিং তার সঠিক কারণ জানা যায়নি। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে কমব্যাট ফোর্স সাথে নিয়ে পানাগর বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচল করা সমস্ত ছোট গাড়ির ডিকি খুলে চেকিং করেন পুলিশকর্মীরা। যদিও মনে করা হচ্ছে এলাকায় যাতে কোনরকম ভাবে দুষ্কৃতীদের প্রবেশ না হয় সেই কারণে নাকা চেকিং শুরু করে পুলিশ। পুলিশের তরফ থেকে জানা গেছে সারারাত ধরে পুলিশের এই নাকা চেকিং চলবে।
পানাগর বাজারের চৌমাথা মোড়ে নাকা চেকিং কাঁকসা থানার পুলিশের
May 03, 2022
0
Tags