নীলেশ দাস , আসানসোল:- অক্ষয় হক,অক্ষয় তৃতীয়া। তাই পুজো দিতে ঢল নেমেছে কল্যানেশ্বরী মন্দিরে। অগণিত ভক্তদের। পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যাবসায়ীদের মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার সকালেই আসানসোলের পৌরাণিক মন্দির মা কল্যানেশ্বরী মন্দিরে অগণিত মানুষের ঢল নামল। অন্যান্য দিনের মতোই নিয়ম মাফিক কল্যানেশ্বরী মন্দিরের পূজা হয়েছে। কিন্তু এদিন মানুষের উৎসাহ ছিল অনেক বেশি। অক্ষয় তৃতীয়ার সকালে মানুষ পুজো দিতে পূজার সামগ্রিক নিয়ে লাইন দেয় কল্যাণেশ্বরী মন্দিরে।
পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা ও হালখাতা নিয়ে কল্যানেশ্বরী মন্দিরের পৌঁছে যান। অনেকেই বিশ্বাসদেবী মা কল্যানেশ্বরীর কাছে অক্ষয় তৃতীয়াতে হালখাতা পুজো করলে সারা বছর ব্যবসা ভালো হয় বলে মনে করেন ব্যাবসায়ীরা। অক্ষয় তৃতীয়া বাঙালিদের কাছে শুভ দিন। এই শুভ দিনে বৃষ্টি ভেজা সকালে মানুষ ভিড় জমাল প্রাচীন কল্যানেশ্বরী মন্দিরে।