তনুশ্রী চৌধুরী, পানাগড়:- ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে বুদবুদের মানকরে রাস্তা অবরোধ স্থানীয়দের।দীর্ঘদিন ধরে বেহাল বুদবুদের মানকর গ্রাম থেকে মানকর ডিগ্রী কলেজ যাওয়ার গ্রামের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা।
দীর্ঘদিন ধরে মানকর স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং গলসি ১ নম্বর ব্লক প্রশাসনকে বেহাল রাস্তা ঢালাই করার জন্য বহুবার জানানো হলেও রাস্তা ঢালাই করার কোনো রকম উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।অভিযোগ,এলাকার বিভিন্ন ছোট রাস্তাগুলি ঢালাই করা হলেও তাদের এলাকার রাস্তা ঢালাই করা হচ্ছে না।
তাই রাস্তা ঢালাই করার দাবিতে সোমবার সকাল ১১ টা নাগাদ মানকর থেকে গুসকরা যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।প্রায় এক ঘন্টা ধরে অবরোধের জেরে গুসকরা মানকর রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠিয়ে নেন গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানিয়েছেন পুলিশ রাস্তা নির্মাণের বিষয়ে উদ্যোগ নেবে বলে জানিয়েছে সেই কারণে তারা বিক্ষোভ উঠিয়ে নিয়েছেন ঠিকই তবে দ্রুত ঢালাই রাস্তা নির্মাণ না হলে আগামী দিনে তারা ফের আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।