তনুশ্রী চৌধুরী, পানাগড়:- বাড়ির গ্যাস সিলিন্ডার হোক বা বাড়িতে আগুন লাগলে কিভাবে দ্রুত সাধারণ মানুষ তাদের বাড়ির আগুন নেভাবেন সেই বিষয়ে সোমবার পানাগর বাজারে একটি রেলির পাশাপাশি পানাগর এর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং কিভাবে আগুন নেভানো হবে সেই বিষয়ে আগুন নিভিয়ে দেখান দমকল বাহিনীর কর্মীরা।
সোমবার পানাগর বাজারে পানাগর দমকল বিভাগের পক্ষ থেকে দমকল আধিকারিকেরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা করার জন্য রেলি করার পাশাপাশি লিফলেট বিলি করে সাধারণ মানুষকে সচেতন। বাড়ির গ্যাস সিলিন্ডার হোক বা বাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কি করনীয় তা সাধারন মানুষের সামনে তুলে ধরা হয়।