Type Here to Get Search Results !

সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য লাউদোহার দেব কুমার বাউরি-র

 


সোমনাথ মুখার্জী, লাউদোহা:- সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতায় 50 কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লাউদোহা ব্লকের দেব কুমার বাউরী । শুক্রবার সরপী কমিউনিটি হলে তাকে সংবর্ধনা দেওয়া হয় স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে ।








চলতি মাসের 14 ও 15 তারিখ আসামের গুয়াহাটি তে বসেছিল সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতা । প্রতিযোগিতায় অংশ নিয়েছিল 12 টি রাজ্যের 680 জন প্রতিযোগী । পঞ্চাশ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপী মোড়ে-র বাসিন্দা দেব কুমার বাউরী ।









নিম্নবিত্ত পরিবারের বছর 19 এর দেব কুমারের এই সাফল্যে উল্লসিত এলাকার বাসিন্দারা । সরপী ভিলেজ স্পোর্টস এন্ড কালচার ক্লাবের পক্ষ থেকে শুক্রবার স্থানীয় কমিউনিটি হলে দেব কুমার-কে সম্বর্ধনা দেওয়া হয় । 












ক্লাব সদস্য সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন দেব কুমার দৃষ্টান্ত স্থাপন করেছে তার সাফল্যে আমরা গর্বিত । দেব কুমারের বাবা দিনমজুরের কাজ করেন । নুন আনতে পান্তা ফুরায় পরিবারের দেব কুমার 12 বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করে । 










সে জানায় জানাই গুয়াহাটির প্রতিযোগিতার সাফল্য আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে । সামনে রয়েছে নেপালে আরো একটি সর্বভারতীয় প্রতিযোগিতা । সেই প্রতিযোগিতায় সেরা হাওয়াই এখন আমার লক্ষ্য বলে জানাই সে । খেলোয়াড়ি জীবনে সাফল্য ও ভবিষ্যতে ক্যারাটে প্রশিক্ষক হবার স্বপ্ন আছে বলে দেব কুমার জানায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad