সোমনাথ মুখার্জী, রাণীগঞ্জ:- রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও নিমচা ফাঁড়ির পুলিশ রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক ও ২ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী আমরসোতা মোড় এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একযোগে অভিযান চালায়।
যৌথ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা সমেত পাঁচ জনকে আটক করা হয়। ধৃতদের নাম হল বাবলু চৌরাসিয়া বাড়ি ধানবাদ, মন্টু প্রসাদ, মুন্না গুপ্তা বাড়ি ধানবাদ, মনোজ প্রসাদ ও মহেন্দ্র ভগত। পুলিশ সূত্রে খবর, বীরভূম থেকে ঝাড়খণ্ডে পাচার হচ্ছিল গাঁজা। বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে ।