সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এবিপিট এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা গ্রেপ্তার দুই অভিযুক্ত।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার রাত্রে পাণ্ডবেশ্বর এবিপিট এলাকা থেকে উদ্ধার 40 কেজি 600 গ্রাম গাঁজা ।
গাঁজা সহ গ্রেফতার দুই ব্যক্তি। গাঁজাসহ গ্রেপ্তার করা হয় কমল সরকার ও পাণ্ডবেশ্বরের জামাই পাড়া এলাকার বাপি দাস নামে ব্যক্তি কে। ধৃত ব্যক্তিদের আজ আদালতে তোলা হবে । মহামান্য আদালতের কাছে পুলিশ ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে পুলিশ সূত্রের খবর।
পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকায় গাঁজা সেবনকারী দের সংখ্যাযেমন বাড়ছিল তেমনি এলাকায় বাড়ছিল অপরাধমূলক কাজ। পুলিশ গোপন সূত্রে খবর নিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করায় এলাকায় শান্তি ফিরবে এমনটাই আশা স্থানীয়দের একাংশের।