সংবাদাতা,পূর্ব বর্ধমান:- গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বলাগল গ্রামে। মৃতের নাম অরূপ মালিক( ৫৮) । লোন নিয়ে লোনের টাকা শোধ করতে পারছিলেন না ওই ব্যক্তি। বিভিন্ন সংস্থা থেকে মোটা অংকের টাকা লোন নিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু লোন নিলেও ব্যবসা করা আর হয়ে ওঠেনি। প্রায় দিনই লোন নেওয়া সংস্থার আধিকারিকরা বাড়িতে গিয়ে অপমান করত।এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা অশান্তি হতো। শেষ পর্যন্ত অশান্তি সামাল দিতে না পেরে এবং বিপুল অঙ্কের লোনের বোঝা পরিশোধ করতে না পেরে গোয়ালের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অরূপ মালিক । তাদের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।