সংবাদাতা,পূর্ব বর্ধমান:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি জেরে চাষের খরচ দ্বিগুন বেড়েছে। তাই ধানের সরকারি সহায়ক মূল্য বাড়ানোর আবেদন করছেন শস্যগোলা পূর্ব বর্ধমানের গলসির কৃষকরা। বেলাগাম পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল হয়ে ওঠেছে সাধারণ মানুষ। এর সঙ্গো পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও।
এর ব্যাপক প্রভাব পরেছে কৃষিকাজে। ডিজেলের দাম বাড়ায় কোপ পড়েছে চাষিদের লভ্যাংশে। নাগাড়ে পেট্রোপণ্যের দাম বাড়ায় চাষের খরচ বেড়েছে মারাত্মক ভাবে।এই জটিল সংকট থেকে মুক্তি পাবার জন্য রাজ্য সরকারের কাছে ধানের সরকারি সহায়ক মূল্য বাড়ানোর আবেদন করছেন গলসি এলাকার চাষিরা।
এপ্রিলে সূর্যের তেজ ছিল প্রখর। শেষের দিকে কয়েক পসলা বৃষ্টিতে স্বস্তি ফিরে পায় মানুষজন। তবে বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে গলসি সহ পূর্ব বর্ধমান জেলার চাষিদের। মে মাস শুরু হতেই প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। তাতে তাপমাত্রা আরামদায়ক হলেও ক্ষতি হচ্ছে বোরোধান চাষিদের। সপ্তাহ দু'য়েক আগে শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকায় ধান কাটার কাজ। তবে পাকা ধানে বৃষ্টি হওয়ায় ধান কাটাই ও মাড়াই খরচ দ্বিগুন হয়ে গেছে চাষিদের।
বৃষ্টির জন্য মাঠে চেন মেশিন ছাড়া ধান কাটা সম্ভব নয়। তাছাড়াও মেশিনে কাটা ধান মাঠের কাদা পেরিয়ে বাড়িতে আনার খরচ বেড়েছে । সব মিলিয়ে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে বলে দাবী চাষিদের। এমন অবস্থায় ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু'তিন শো টাকা বাড়ানোর আবেদন করেছেন চাষিরা।