সংবাদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের ভাতারের নুরপুর বনে সুর্টিং সাড়লেন রূপালি পর্দার অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক।ভাতারের নুরপুর এলাকায় গত কয়েকদিন ধরে ডাকঘর নামক একটি ওয়েব সিরিজের শুটিং চলছে। তাতে অভিনয় করতে দেখা গেল বাংলার চলচ্চিত্র জগতের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিককে।
সাদামাটা পোশাকে তাকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন। অভিনেতার পাশাপাশি তিনি উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কাঞ্চন মল্লিককে নিজের এলাকায় পেয়ে দলীয় কর্মী সমর্থকরা সৌজন্য সাক্ষাত করতে এগিয়ে আসছেন। কাজের ফাঁকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় দিচ্ছেন কাঞ্চন মল্লিক।
তিনি বলেন প্রত্যন্ত গ্রাম্য চিত্র নিয়ে ডাকঘর নামক একটি ওয়েব সিরিজের শুটিং চলছে। ভাতারের নুরপুর এলাকার পরিবেশ এবং সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন বলে তিনি জানান।