সংবাদাতা,পূর্ববর্ধমান:- ভ্রমণ পিপাসুদের জন্য রেল এর মাধ্যমে ছুটি কাটানোর জন্য বিশেষ প্যাকেজ নিয়ে এলো আইআরসিটিসি।শনিবার দুর্গাপুর স্টেশনে সাংবাদিক সম্মেলন করে সেই প্যাকেজ ঘোষণা করেন আইআরসিটিসি আধিকারিকরা।
তারা জানিয়েছেন যারা গরমের ছুটিতে ঘুরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা। কারণ গরমের ছুটিতে ট্রেনের রিজার্ভেশন করলে অনেক সময় তাদের ওয়েটিং লিস্টে নাম থাকে। কিন্তু প্যাকেজের মাধ্যমে কেউ ভ্রমন করতে চাইলে তাদের ওয়েটিং লিস্টে থাকতে হবে না।
কলকাতা বা অন্যান্য জায়গা থেকে দুর্গাপুর কিংবা বর্ধমান স্টেশন থেকে তারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে সমস্ত প্যাকেজগুলি রয়েছে সেই সমস্ত প্যাকেজের আওতায় বুকিং করে ভ্রমণ করতে পারবেন। যখনই যাত্রীরা ট্রেনে চাপবে তখন থেকেই তারা প্যাকেজের আওতায় চলে আসবেন। জাতিদের থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আইআরসিটিসি করবে।