সংবাদাতা, পূর্ব বর্ধমান:- পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তারে শক খেয়ে মৃত্যু হল এক গৃহবধূর, ক্ষতিপূরণের দাবিতে দেহ রেখে বিক্ষোভ পূর্ব বর্ধমানের ভাতারের বিজিপুর গ্রামে।
বিজিপুর গ্রামে এক গৃহবধূ সকালে মাঠে গরু, ভেড়া নিয়ে গেছিল ।সেই সময়ই গ্রামের পাশে থাকা একটি পোল্ট্রি ফার্মে বিদ্যুৎবাহী তারে শক খেয়ে মৃত্যু হয় গৃহবধূর। গৃহবধূর নাম তুলসীদাস (৪২)।
স্থানীয়দের অভিযোগ পোল্ট্রি ফার্ম মালিক শৈলেন দাসের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি কেন পোল্টি ফার্মে এইভাবে বৈদ্যুতিক তার ফেলে রাখবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ।গ্রামবাসী জানান পোল্ট্রি ফার্মের মুরগির খেয়ে নেয় কুকুর, শিয়ালে। সেটা বন্ধ করার জন্যই তিনি এই ইলেকট্রিক তার বিছিয়ে রেখেছিলেন।কিন্তু এই ভুলের জন্য একজনের প্রাণ গেল।
গৃহবধূর মেয়ে বুল্টি দাস জানান, আমার মা মারা গেছে আমার মাকে আর ফিরে পাবো না ।কিন্তু ক্ষতিপূরণের দাবিতে আমরা রাস্তায় বসেছি।পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তবে পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।