সংবাদাতা,পূর্ব বর্ধমান:- রেলের হকার উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে হকারদের বিক্ষোভ বর্ধমান স্টেশনে। হকারদের দাবী তারা বর্ধমান স্টেশনে দীর্ঘদিন ধরে স্টল করে আসছেন। ৪৪(চুয়াল্লিশ) টি স্টল বর্ধমান রেলওয়ে প্লাটফর্মে রয়েছে।
রেলওয়ে প্লাটফর্মের এই হকারদের উচ্ছেদ করা হলে তারা রেললাইনে শুয়ে পরবে বলে জানান আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের এক নম্বর প্লাটফর্মে চলে এই বিক্ষোভ। যদিও হকারদের এই আন্দোলন কিংবা উচ্ছেদ কোনো বিষয়ে মুখ খোলেনি রেল কর্তৃপক্ষ।