সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বধূকে মারধর করে মুখে বিষ ঢেলে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা গ্রামে। ওই বধূ গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান।
মীনা খাতুন নামে ওই বধূ বর্ধমান রাজ কলেজে এম এ পাঠরতা।তিন বছর আগে শিবদা গ্রামের মহম্মদ নাসিরের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল। ব্যবসায়ী মহম্মদ নাসির ।গ্রামেই একটি পোলট্রি ফার্ম আছে।
মীনা খাতুনের অভিযোগ, পড়াশোনা ছেড়ে দিতে চাপ দেয় স্বামী।রাজি না হওয়ায় মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করে।বৃহস্পতিবার সকালে মীনাকে ব্যাপক মারধর করে মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর বাপেরবাড়ির লোকজন তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখান থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। তবে তার আগে অসুস্থ বধূ তার বাপেরবাড়ির লোকজনদের সঙ্গে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। মীনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।