সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর কাদারোড এলাকা থেকে বুধবার বিকেলে একটি মানুষের খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিসে খবর দেয়। ওয়ারিয়া ফাঁড়ি'র পুলিস এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায় তদন্তের সার্থে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, 'কাদারোডের একটি খেলার মাঠের পাশ থেকে ২০২০ সালে একটি বস্তার ভেতর থেকে মানব কঙ্কাল উদ্ধার হয়। সেই সময় এলাকাবাসী'র দাবি ছিলো ওই কঙ্কাল এলাকার নিখোঁজ থাকা যুবক মঙ্গল বাউরির। পুলিস সেই সময় কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। সেই সময় মাথার খুলি উদ্ধার হয়নি। এদিন এলাকার ছেলেরা মাঠে খেলার সময় ওই খুলিটি নজরে পড়ে তাদের। তারা পুলিসে খবর দেয়।এরপর পুলিশ এসে খুলি টি উদ্ধার করে নিয়ে যায়।'