নীলেশ দাস,আসানসোল:- বিপর্যয়ের মোকাবিলায় বৈঠক অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক দপ্তরে। বুধবার বৈঠক করা হয়েছে।
যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক সাধারণ অভিজিৎ সেভালে,মহকুমা শাসক, লাইন ডিপার্টমেন্টের সকল আধিকারিক,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য আধিকারিক,পি ডাব্লিউ ডি আধিকারিক,দমকল আধিকারিক,খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক,ব্লকের বিপর্যয় মোকাবিলার আধিকারিক এগ্রিকালচার,সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।
বিগত যশ ঘূর্ণিঝড়ে যেভাবে আসানসোলের বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছিল। সেই বিপর্যয় কে মাথায় রেখে এদিনের বৈঠক করা হয়েছে বলে জানা গেছে।