Type Here to Get Search Results !

পাণ্ডবেশ্বরে ডালুরবাঁধে নতুন শিবমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও কলসযাত্রা



সংবাদদাতা,পান্ডবেস্বর:- পাণ্ডবেশ্বরে মহা ধুমধামের সাথে শুরু হল শিবমন্দির এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা অনুষ্ঠান সমারোহ ।এই অনুষ্ঠানটির যোগ্য অর্চনার মাধ্যমে চলতে থাকবে দশ দিন যাবৎ ।সোমবার সকালের মহা পুণ্যলগ্নে ১০০০ জন মহিলা অজয় নদীর ঘাট হইতে কলসযাত্রার মাধ্যমে জল নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠার শুভ সূচনা করেন ।



এই কলসযাত্রা অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।তিনি সকল কলসযাত্রীদের সাথে জল আনয়নে অংশগ্রহণ করেন ।সুদূর বেনারস থেকে পূজারিরা এসে মন্দির প্রতিষ্ঠার কাজে লেগেছেন।




এই মন্দির প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন , পাণ্ডবেশ্বর এলাকার মানুষ আমার প্রাণের মানুষ। এই মন্দির এই এলাকায় গড়ে ওঠায় সাধারণ মানুষের আধ্যাত্মিক অর্চনার একটা জায়গা তৈরি হল,যা সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad