Type Here to Get Search Results !

আদিবাসী জনজাতির ব্যবহৃত শিকারের সামগ্রী নিয়ে অভিনব সংগ্রহশালা তৈরি করেছেন বীরভূমের বিষ্ণুবাটি গ্রামের বিমল বাস্কি



শুভময় পাত্র, বীরভূম:- আদিবাসী জনজাতির ব্যবহৃত শিকারের সামগ্রী থেকে শুরু করে তাদের সংস্কৃতির সরঞ্জাম নিয়ে অভিনব সংগ্রহশালা তৈরি করেছেন বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুবাটি গ্রামের বিমল বাস্কি নামে এক ব্যক্তি ৷






১০০ থেকে ১২০ বছরের প্রাচীন সাঁওতাল জনজাতির ব্যবহৃত সামগ্রী রয়েছে এখানে৷ এছাড়াও, হাজার বছরের প্রাচীন পাথরের লিপি ও ভাস্করের দেখা মেলে এই সংগ্রহশালায়৷ ২০০৭ সাল থেকে এই সমস্ত কিছু সংগ্রহ করে চলেছেন বিমলবাবু৷ যা সকল মানুষজনকে আকৃষ্ট করে৷ এখানে এলে দেখা মেলে সাঁওতাল জনজাতির ব্যবহৃত শিকারের বিভিন্ন সামগ্রী। কথায় বলে 'ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি'। কিন্তু, এই সংগ্রহশালায় রয়েছে সাঁওতাল জনজাতির ব্যবহৃত ঘুঘু ধরার ফাঁদ৷ 








এছাড়াও, শেঁয়াল, বক, তিতির, মেঠো ইঁদুর, গর্তের বড় ইঁদুর ধরার ফাঁদ। হাতে তৈরি মাছ ধরার বিভিন্ন সামগ্রী। শুধু তাই নয়, সাঁওতাল জনজাতির ব্যবহৃত প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি বাদ্যযন্ত্র রয়েছে এখানে৷ এক সঙ্গে দল বেঁধে যখন দূরে কোথাও তারা যেত সেই সময় সিঙ্গা নামে এক বাদ্যযন্ত্র ব্যবহার করত তারা৷ এর শব্দ শুনে এক দল, অপর দলকে খুঁজে পেত৷ 










এছাড়াও, পুজো, বিয়ে প্রভৃতিতে মোষের সিং দিয়ে তৈরি সাকোয়া, ধামসা, মাদল, লাগরা, বাঁশের তৈরি বানাম প্রভৃতি ব্যবহার করা হত৷ প্রায় ১০০ থেকে ১২০ বছরের প্রাচীন ১৭০ টি সামগ্রী রয়েছে এই সংগ্রহশালায়। বেশ কিছু পাথরের তৈরি ভাস্কর, শিলালিপিও রয়েছে। যে গুলো প্রায় এক থেকে দেড় হাজার বছরের প্রাচীন৷










তাদের পুজো-পার্বনের নিয়মাবলির ছবি, ব্যবহৃত গহনাও সংগ্রহ করা হয়েছে। এক কথায় এই সংগ্রহশালায় সাঁওতাল জনজাতির জীবনযাত্রা তুলে ধরা হয়েছে৷ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা সংগ্রহশালাটি৷











আদিবাসী, সাঁওতাল জনজাতি কেমন ছিল,কি কি ব্যবহার করে শিকার করত, কি কি বাদ্যযন্ত্র কোন কোন সময় ব্যবহার করা হত এই সবই সংগ্রহশালায় রাখা আছে৷ যাতে বর্তমান প্রজন্ম জানতে পারে সাঁওতাল জনজাতির ইতিহাস৷ প্রাচীন সব আদিবাসী জনজাতির ব্যবহৃত সামগ্রী সংগ্রহ করে ২০০৭ সাল থেকে এই সংগ্রহশালা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংগ্রহশালার অধিকর্তা বিমল বাস্কি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad