সংবাদাতা, পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমানের ভাতারে বেআইনি রেশনদ্রব্য উদ্ধারের পর আবারও বেআইনিভাবে মজুত রাখা প্রচুর পরিমাণ কেরোসিন তেল উদ্ধার করল ভাতার থানার পুলিশ। গ্রেফতার গোডাউন মালিক সহ দু'জন। ধৃতদের নাম অশেষ পাল, বাড়ি ভাতারের বলগোনা এলাকায় ও মোল্লা নাসিরুদ্দিন বাড়ির ভাতারের সন্তোষপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাতারের বলগোনা এলাকায় একটি গোডাউনে বিভিন্ন এলাকা থেকে কেরসিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত রাখার কারবার চালতো। ওই কেরোসিন তেল বাস, লরি,চারচাকা গাড়ি ও মোটর ভ্যান চালকদের চড়াদামে বিক্রির করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ভাতাড়ের বলগোনা এলাকায় ওই গোডাউনে হানা দেয়। সেই সময় একটি চারচাকা গাড়ি করে কেরোসিনের ব্যারেল তোলার সময় পুলিশের হাতে ধরা পড়ে । সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুদ রাখা কেরোসিন তেল।
ভাতার থানার ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন ,ওই গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) কেরোসিন তেল উদ্ধার করা হয়েছে। তবে কোথা থেকে এই বিপুল পরিমান কেরোসিন তেল সংগ্রহ করেছিল তাঁরা। সমগ্র বিষয়টি তদন্তের জন্য গোডাউন মালিককে হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়।