সংবাদাতা,পূর্ব বর্ধমান:- সোমবার দুর্গাপুরের একটি কারখানায় ম্যানেজমেন্ট এর সঙ্গে কথা বলতে এলেন পশ্চিম বর্ধমান জেলার INTTUC সভাপতি অভিজিৎ ঘটক।সঙ্গে ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায় দীপঙ্কর লাহা সহ কর্মীবৃন্দ।
এদিন অভিজিৎ ঘটক বলেন ম্যানেজমেন্টের যে চক্রান্ত ছিল 400 জন যে কন্টাকটার ওয়ার্কার ছিলো তাদের বসিয়ে দেওয়ার চক্রান্ত ছিল। আমরা ইউনিয়নের পক্ষ থেকে কথা বলেছি কাউকে বসাতে দিইনি, তাদের বক্তব্য কারখানা অসুবিধার মধ্যে চলছে তাদেরকে জব কন্টাক্ট এ নেয়া হয়েছিল সেই কাজ শেষ হয়ে গেছে। আমাদের সঙ্গে ত্রিপাক্ষিক কথা হয়ে রোটেশনে 13 দিনের কাজের বদলে 20 দিনের কাজ দিতে হবে বলে আমরা দাবি করি। মানেজমেন্ট আশ্বস্ত করেছেন কাজ হয়ে যাবে।
ভি আর এস নামে জোর করে কিছু ওয়ার্কারকে কাজ থেকে বসিয়ে দেয়া হয়েছিল, তাদেরকে ভি আর এস দিতে বাধ্য করা হয়েছিল,ভি আর এস জোর করা যায়না,বাধ্য করা যায় না, সেটা স্বেচ্ছায় কোন কর্মী যদি নিতে চাই সে নিতে পারে, কোনরকম জোর বা বলপূর্বক ভিআরএস বাধ্য করা যাবে না, ম্যানেজমেন্ট বলেছেন আগামী দিনে এ ধরণের কোন ঘটনা ঘটবে না ।