সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বাঁকুড়া থেকে আসা দুই রেসিডেন্ট হাতির হানায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এই ব্যাপারে ভারপ্রাপ্ত বনাধিকারিক জানিয়েছেন; নিয়ম মেনে আবেদন করলে দাবিগুলি খতিয়ে দেখা হবে। এদিন ফের দুই হাতি হানা দেয় পূর্ববর্ধমানের গলসিতে।। বুধবার সাত সকালে দুটি দাঁতাল হাতি ঢুকে পড়ে বাঁকুড়া থেকে দামোদর নদ পেরিয়ে গলসিতে। তারা আউশগ্রামের জঙ্গলের দিকে এগিয়ে যাতে যেতে না পারে সেই চেষ্টা করছেন বনকর্মীরা।
দামোদর নদ পেরিয়ে গলসির সিমনোড় ডিভিসি খালের কাছে অবস্থান করছে দুটি দাঁতাল । বনকর্মীরা লাগাতার চেষ্টা চালাচ্ছেন হাতি দুটিকে ফের বাঁকুড়ার জঙ্গলে ফেরানোর। এনিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা ও হুল্লা পার্টি।এই এলাকায় কয়েকমাস আগেই প্রায় পঞ্চাশটি হাতির পাল এসেছিল।অনেক কসরত করে তাদের ফেরত পাঠায় বনদপ্তরের কর্মীরা। এবারে মাঠে ধান থাকায় ক্ষতি হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা।
যদিও ভারপ্রাপ্ত বনাধিকারিক ডি. এম প্রধান জানিয়েছেন ; এরা দলছুট হাতি নয়। এরা সোনামুখীর জঙ্গল দামোদর পেরিয়ে কোনোভাবে এখানে এসেছে। এই হাতিগুলি তুলনায় শান্ত ব্যবহারের।তাদের ফেরত পাঠানোর সবরকম চেষ্টা হচ্ছে।