সংবাদাতা,পূর্ব বর্ধমান:- রবিবার বর্ধমান রামপুরহাট লুপলাইনের বনপাস স্টেশনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। তাদের দাবী অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন আগের সময় সারণী মেনে চালু করতে হবে।
সময় বদল না হলেও ট্রেনের ভাড়া আগের থেকে দ্বিগুণ গুণতে হচ্ছে যাত্রীদের।যেখানে বনপাস থেকে হাওড়ার ভাড়া ছিল ৩০ টাকা।কিন্তু এখন তা হয়েছে ৬০ টাকা।
তাদের দাবী , রাজগীর প্যাসেঞ্জার,মালদা প্যাসেঞ্জার, জয়নগর প্যাসেঞ্জার সহ সব লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনগুলি আগের সময় সূচী মেনে চালাতে হবে, ভাড়া অপরিবর্তিত রেখেই।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বনপাস স্টেশনের ম্যানেজার কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়।