তনুশ্রী চৌধুরী,কাঁকসা: কাঁকসার বিডিও অফিস সংলগ্ন বরুণ ড্রামা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।একটি বেসরকারি হাসপাতালে সহযোগিতায় ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুপুর ১টা পর্যন্ত ১০০ জনেরও বেশি এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন তারা শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা নিয়েছেন।বিশেষ করে এলাকার যে সমস্ত দরিদ্র পরিবার রয়েছে যারা আর্থিক অনটনের জন্য হাসপাতাল মোহন না সেই সমস্ত মানুষদের জন্য এদিন তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করেছেন।