সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ফের টোটো দুর্ঘটনা পূর্ব বর্ধমানে।শনিবার ম্যাটাডোরের ধাক্কায় উল্টালো টোটো, গুরুতর জখম হন টোটোর মহিলা যাত্রী সহ চালক। আহত মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় মহিলা একটি কান কাটা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জখম মহিলা। দুর্ঘটনাটি ঘটে জেলার খণ্ডঘোষ থানার সেহারাবাজার এলাকায়।
পুলিশ ম্যাটাডোরটিকে আটক করেছে , তবে ড্রাইভার ও খালাসি পলাতক। টোটো চালক সাহেব দত্ত বলেন, এদিন দুপুরের দিকে টোটো নিয়ে খণ্ডঘোষের শেহারাবাজার থেকে বাদুলিয়া আসার সময় হঠাৎ পিছন দিক থেকে ম্যাটাডোরটি ধাক্কা মারে। টোটো উলটে গেলে সাহেব দত্ত সহ মহিলা যাত্রীটি গুরুতর আহত হন। ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বর্ধমান হাসপাতালে ভর্তি করেন।