সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বরফ জল খাওয়ার পরেই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ালো শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ে।অসুস্থ ১৪ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে মেমারীর পাহারহাটী হাসপাতালে।স্কুলের গেটের সামনে বরফ জল খেয়ে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শিক্ষক শিক্ষিকা ও স্থানীয়রাই উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।স্কুলের সহ শিক্ষক সঞ্জয় সেন জানান,আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ প্রার্থনা লাইনে দাড়িয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পরে।তারপর সংখ্যাটা আরও বাড়তে থাকে ক্লাস শুরু হবার পর থেকেই।
পরিস্থিতি অনুকূল নয় আন্দাজ করে স্থানীয়দের সহযোগীতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পঞ্চম,ষষ্ঠ ও সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরাই অসুস্থ হয়ে পড়ছে বলে দেখা যায়।যদিও পাহাররহাটী হাসাপাতালের চিকিৎসক অভিক রায় জানান ডিহাইড্রেশনের ও মাস প্যানিক থেকে হয়েছে। সবাই স্টেবল আছে।