সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। প্রতিবাদে পথ অবরোধ বাসিন্দাদের। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাটি পূর্ব বর্ধমানের জৌগ্রাম জলেশ্বরতলা এলাকার।স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ,এই জলেশ্বরতলা এলাকা থেকে জাতীয় সড়ক সম্প্রসারণ করার জন্য ডাম্পারে করে বে-আইনি ভাবে মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ডাম্পারগুলি খুবই বেপরোয়া। বারবার বলেও সুরাহা হয়নি।
আজ বরুণ রক্ষিত নামে এক ব্যক্তি বাজারে যাচ্ছিলেন। বেপরোয়া ডাম্পার তাকে চাপা দেয়। সেখানেই তার মৃত্যু ঘটে। মৃতের আত্মীয় সুরজিৎ রক্ষিতের অভিযোগ,পুলিশ কাউকে কিছু না বলেই মৃতদেহ সরিয়ে নিয়ে যাচ্ছিল। এই অমানবিক কাজের বিরুদ্ধে পথ অবরোধ করেছেন তারা। এলাকাবাসীর আরো দাবি, অবিলম্বে বেপরোয়া ডাম্পারের চলাচল বন্ধ হোক।