তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় বাইপাশের ধারে পরে রয়েছে বিপুল পরিমাণে নানান রোগের ওষুধ ও ইনজেকশন। কে বা কারা এই ওষুধ ভর্তি প্যাকেট ফেলে চলে গেছে তা কারোর জানা নেই তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সমস্ত ওষুধ এবং ইঞ্জেকশন ফেলে দেওয়া হয়েছে তা অধিকাংশ সময় অতিক্রম করা। ফলে ওই এলাকায় কাঁকসা মাধবমাঠ এলাকার বহু ছোট ছোট শিশুরা খেলার ছলে সেই ওষুধের প্যাকেট নিয়ে বাড়ি চলে গেলে এবং সেই ওষুধ যদি কারোর পেটে চলে যায় তবে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে।
সেই কারণে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাতে আগামী দিনে এই ধরনের ওষুধপত্র কেউ লোকালয়ের মধ্যে যাতে ফেলতে না পারে এবং যে সমস্ত ওসুধ রাস্তার ধারে পরে আছে সেগুলি যাতে নষ্ট করে দেওয়া যায় তার উদ্যোগ নিক প্রশাসন।
এই বিষয়ে কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য কে জানানো হলে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক কে জানানোর কথা বলেন। অপর দিকে ব্লক স্বাস্থ্য দফতরের অধিকারিককে এই বিষয়ে জানানো হলে তিনি কাঁকসা থানার পুলিশকে বিষয়টি জানতে বলেন।
যদিও কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্শি জানিয়েছেন তিনি বিষয়টি জানতে পেরেছেন। এই বিষয়ে তিনি কাঁকসার ব্লক স্বাস্থ্য দফতরকে আবেদন করবেন যাতে ওই সমস্ত ওষুধ দ্রুত কোথাও সরানো যায় কিনা বা ওই স্থানেই নষ্ট করা যায় কিনা।